বিষয়ী, সন্ন্যাসী, ব্রহ্মচারী সকলেরই জলক্রীড়া ও আনন্দ—
সেই জলে বিষয়ী, সন্ন্যাসী, ব্রহ্মচারী।সবেই আনন্দে ভাসে জলক্রীড়া করি।
‘বিষয়ী’ শব্দে গৃহস্থাশ্রমে স্থিত বিষয়বৃত্তিসম্পন্ন।