নিত্যানন্দ ও গৌরচন্দ্রের আনন্দ-কদলের মর্ম না বুঝিয়া কাহারও পক্ষ গ্রহণপূর্বক
অপর-ঈশ্বরের নিন্দায় ভীষণ অপরাধ—
কৃষ্ণের কৃপায় সবে আনন্দে বিহ্বল।কখনো কখনো বাজে আনন্দ-কন্দল।