কেহ বলে,—“ভক্তনাম যতেক প্রকার।বৃন্দাবনে গোপ-ক্রীড়া—অধিক সবার।
যতপ্রকার ভক্ত ও ভক্তির সম্ভাবনা আছে, অপ্রাকৃত বৃন্দাবনের অপ্রাকৃত অধিবাসিগণের কার্য-কলাপে সেই সকল বিষয়ের পরাকাষ্ঠা লক্ষিত হয়।