বেত্র, বংশী, বর্হা, গুঞ্জামালা, ছাঁদ-দড়ি।ইহা বা ধরেন কেনে মুঞিধর্ম ছাড়ি'।
ছাঁদ-দড়ি—বা ছাঁদন দড়ি, দুগ্ধ দোহনকালে গাভীর পদবন্ধন-রজ্জু।