নন্দগোষ্ঠি-রসে তুমি বৃন্দাবন-সুখে।ধরিয়াছ অলঙ্কার আপন কৌতুকে।
শ্ৰীব্রজেন্দ্রনন্দনের আত্মীয়স্বজন-সূত্রে যে রস বৃন্দাবনে নিত্য বিরাজমান, নিত্যানন্দ সেই সকল রস অলঙ্কারস্বরূপে ধারণ করিয়াছেন। ‘নন্দগোষ্ঠী’ শব্দে —বিভিন্নরসের ব্রজবাসিগণ।