মুঞি ত’ তোমার অঙ্গে ভক্তিরস বিনে।
অন্য নাহি দেখোঁ প্রভু কায়-বাক্য-মনে।
শ্রীগৌরসুন্দর বলিলেন—তিনি নিত্যানন্দের অঙ্গে ভক্তিরস ব্যতীত আর কিছু দেখিতে পান না। নববিধা ভক্তিই তাঁহার অলঙ্কারস্বরূপ। শ্রীনিত্যানন্দের কায়মনোবাক্য সর্বক্ষণ কৃষ্ণসেবায় নিযুক্ত। তদ্ব্যতীত অন্য কিছুই গৌরসুন্দরের দৃষ্টিতে পরিদৃষ্ট হয় না।