নিগ্রহ কি অনুগ্রহ—তুমি সে প্রমাণ।
বৃক্ষদ্বারে কর তুমি তোমার সে নাম।
নিত্যানন্দ বলিলেন—তুমিই কেবল নিগ্রহ-অনুগ্রহ করিবার অধিকারী। কেবল মনুষ্য নহে, উদ্ভিদ্ প্রভৃতি অবর-সর্গসমূহও ভগবৎসেবা-লাভে তোমার কৃপায় যোগ্যতা লাভ করে। কৃষ্ণনাম কীর্তিত হইলে সঙ্কুচিতচেতন আধারসমূহও ফললাভ করে।