তাড়, খাড়ু, বেত্র, বংশী, শিঙ্গা, ছান্দ-দড়ি।
ইহা ধরিলাঙ আমি মুনিধর্ম ছাড়ি’।
ভগবানের লীলা-বৈচিত্র্যের সেবা করিতে শ্রীনিত্যানন্দপ্রভু দণ্ডধারণ করিয়াছিলেন। শ্রীগৌরসুন্দর তাঁহাকে সেই দণ্ড পরিত্যাগ করাইয়াছিলেন। কৃষ্ণসেবা করিতে গিয়া যে সকল উপকরণ আবশ্যক, তাহা গ্রহণ করিয়া তাপসের ধর্ম পরিত্যাগ করিয়াছিলেন।