নিত্যানন্দ স্বতন্ত্র কৃষ্ণকেও বিক্রয় করিতে সমর্থ—
‘স্বতন্ত্র’ করিয়া বেদে যে কৃষ্ণেরে কয়।
হেন কৃষ্ণ পার তুমি করিতে বিক্রয়।
পরমেশ্বর বস্তু পরতন্ত্র নহেন; কিন্তু শ্রীনিত্যানন্দপ্রভু কৃষ্ণসেবা করিয়া তাঁহার অধিকার লাভ করিয়াছেন। শ্রীকৃষ্ণ শ্রীনিত্যানন্দেরই সম্পত্তিবিশেষ।