অবরকুলেও নিত্যানন্দ কর্তৃক মুনিযোগেশ্বরাদি বাঞ্ছিত ভক্তি বিতরণ—
যে ভক্তি দিয়াছ তুমি বণিক-সবারে।
তাহা বাঞ্ছে সুর-সিদ্ধ-মুনি-যোগেশ্বরে।
সামাজিক-দৃষ্টিতে হীন বলিয়া পরিগণিত অবর-বৈশ্য সৌভাগ্যবন্ত সুবর্ণবণিক্কুলে উৎপন্ন ব্যক্তিকে যে সেবাপ্রবৃত্তি দিয়াছ, তাহা বহির্জগতের ভোগমুক্ত দেবতা, সিদ্ধ ও ঋষিসকলও প্রার্থনা করেন। কিন্তু যাহারা উক্ত বণককুলে উৎপন্ন হইয়া ভগবদ্ভক্ত ভগবদ্ভক্তির বিদ্বেষপূর্বক শ্রীনিত্যানন্দ-চরণে অপরাধ করিয়া তাহাদের ভক্তি হইল বলিয়া মনে করে, তাহাদের ভক্তির অভাব জানিতে হইবে। তাহারা নিত্যানন্দাভিন্ন গুরুদেবের কৃপা-লাভে অনধিকারী।