নীচজাতি পতিত অধম যত জন।
তোমা’ হৈতে হৈল এবে সবার মোচন।
শ্রীগুরুদেব শিষ্যের কর্মফলবাস নীচযোনির কলঙ্ক বিদূরিত করেন। তাহার কুপাণ্ডিত্য ও অধমত্ব হইতে মুক্ত করেন; তাহাকে পতিত, অধম ও নীচজাতি রাখিয়া নিজে পবিত্র ও উত্তম শ্রেষ্ঠ জাতি হইয়া বসিয়া থাকেন না। নিত্যানন্দপ্রভু জীবকুলকে জাতিগত উচ্চাবচত্ব ও পাপপুণ্য হইতে আত্মজ্ঞান-দানপূর্বক মুক্ত করেন।