“নাম-রূপে তুমি নিত্যানন্দ মূর্তিমন্ত।শ্রীবৈষ্ণবধাম তুমি—ঈশ্বর অনন্ত।
শ্রীনিত্যানন্দ প্রভু—অনন্ত, ঈশ্বর ও সর্ব-বৈষ্ণবের আকর। তাঁহার নাম, রূপ, সাক্ষাৎ মূর্তিমান্ । অল্পকালস্থায়ী মায়িক নাম, রূপ বশ্যস্তুতে অবস্থিত।