Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 36

Language: বাংলা
Language: English Translation
  • কি অদ্ভুত প্রেমভক্তি হইল প্রকাশ
    নয়ন ভরিয়া দেখে যে একান্তদাস

    একান্তদাস---যাঁহাদের অন্যবুদ্ধি নাই এবং কখনও হয়ও না, তাঁহারাই একান্তদাস। আংশিক-দর্শনে বণিগ্‌বৃত্তির আশ্রয়ে অনেকে নিত্য-প্রভুদাস-সম্বন্ধের বিরোধ আচরণ করে; তাহাদের ঐকান্তিকদাস্য অল্পই। ঐ তাৎকালিক দাসত্ব-ছলনা কাপট্যের লক্ষণ; কেবলা ভক্তির লক্ষণ নহে। সেবা-বিমুখ জীবের নিজ-কামনা যেকাল পর্যন্ত থাকে, সেকাল পর্যন্ত অনৈকান্তিকদিগের নিত্য দাস্যভাবের নমুনা দেখা যায়। কিন্তু যে মুহূর্তে তাহাদের ইন্দ্রিয়-তর্পণের ব্যাঘাত হয়, তাহারা তৎক্ষণাৎ দাসত্ব পরিত্যাগ করিয়া প্রভু সাজিয়া স্বীয় প্রভুর প্রতি অত্যাচার অবিচার করে।

Page execution time: 0.0363111495972 sec