চৈতন্য ও নিত্যানন্দের পরস্পর প্রেম-সম্ভাষণ—
দুইজন প্রদক্ষিণ করে দুহাঁকারে।দুহেঁ দণ্ডবত হই পড়েন দুহাঁরে।