মহাপ্রভুর সন্দর্শনে নিত্যানন্দের প্রেমানন্দ ও ভাবাবেশ —
নিত্যানন্দস্বরূপো জানিঞা সেইক্ষণে।উঠিলেন ‘হরি’ বলি’ পরম সম্ভ্রমে।