Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 24

Language: বাংলা
Language: English Translation
  • মদিরা যবনী যদি ধরে নিত্যানন্দ
    তথাপি ব্রহ্মার বন্দ্যবলে গৌরচন্দ্র

    মদ্যপান করিলে মানবের হিতাহিত-বুদ্ধি লোপ পায়। পাপপ্রসক্ত জনগণ মাদকদ্রব্য সেবা করিয়া আত্ম-গ্লানি আনয়ন করে। আচার-রহিত যবনীর সঙ্গ সর্বাপেক্ষা পাপজনক। ব্রহ্মা সকল দেবতার আদি পুরুষ ও পূজ্য। অত্যন্ত পাপিষ্ঠ ব্যক্তি যেমন একদিকে অত্যন্ত অধোগত, অপরদিকে বিরিঞ্চিও তদ্রূপ সর্বপূজ্য । শ্রীনিত্যানন্দপ্রভু ও শ্রীনিত্যানন্দাভিন্ন শ্রীগুরু-বৈষ্ণব এতাদৃশ সর্বজনপূজ্য যে, তাঁহারা মায়া-প্রতারিত লৌকিক-বাহ্যদর্শনে অত্যন্ত প্রায়শ্চিত্তার্হ কার্যে রত্র দৃষ্ট হইলেও তাঁহাদের সর্বশ্রেষ্ঠত্ব ও সর্বলোকমান্যত্ব নিত্য বর্তমান। আপাত-লোকদর্শনে তাঁহাদিগকে পাপ-কলুষিত জ্ঞান করা মহাপরাধজনক।

Page execution time: 0.034924030304 sec