গদাধর-ভবনে শ্রীগৌর-নিত্যানন্দের আনন্দ-ভোজন-সংবাদ শ্রবণ ও পাঠের ফলে কৃষ্ণভক্তি লাভ—
এ আনন্দ-ভোজন যে পড়ে বা শুনে।কৃষ্ণভক্তি হয়, কৃষ্ণ পায় সেই জনে।