বুঝিলাঙ বৈকুণ্ঠে রন্ধন কর তুমি।
তবে আর আপনাকে লুকাও বা কেনি।”
শ্রীবার্ষভানবী কৃষ্ণের জন্য পাক করিয়া থাকেন। শ্রীগদাধর পণ্ডিত গোস্বামী শ্রীগোপীনাথের নৈবেদ্যপাকে নৈপুণ্য প্রদর্শন করায় শ্রীগৌরসুন্দর তাঁহার স্বরূপ বুঝিয়া বৈকুণ্ঠের রন্ধনকারী বলিয়া তাঁহাকে স্থিরনির্ণয় করিলেন।