গদাধর-ভবনস্থ পরম-মোহন শ্রীগোপীনাথ বিগ্রহকে শ্রীচৈতন্যদেবের ক্রোড়ে ধারণ—
গদাধর-ভবনে মোহন গোপীনাথ।
আছেন, যে হেন নন্দ কুমার সাক্ষাত।
শ্রীগদাধরপণ্ডিতের সেবিত শ্রীগোপীনাথবিগ্রহ আজও শ্রীক্ষেত্রে টোটায় বর্তমান। পুরুষোত্তম শ্রীমন্দিরের দক্ষিণ পশ্চিম কোণে সমুদ্র বালুকোপরি যমেশ্বরটোটা বা বাগান। শ্রীচৈতন্যচরিতামৃত মধ্য ১৫শ পঃ ১৮৩ সংখ্যা দ্রষ্টব্য।