যে দুষ্কৃতি জন বৈষ্ণবের নিন্দা করে। জন্ম জন্ম নিরবধি সেই দুঃখে মরে।
কামক্রোধাদির দাস হইয়া হরিগুরুবৈষ্ণব-সেবা-রহিত জনগণ বৈষ্ণবের নিন্দা করে, উহারা প্রতিজন্মেই বৈষ্ণবের বিদ্বেষ ফলে সৌভাগ্যচ্যুত হইয়া পড়ে।