ইন্দ্র-বজ্রাঘাতে উক্ত ছয়জনের বিবিধ দুঃখ—
তথায় ইন্দ্রের বজ্রাঘাতে ছয়জন। নানা দুঃখ যাতনায় পাইল মরণ।