তোমার দাসের সঙ্গে মোরে কর দাস।
আর যেন চিত্তে মোর না থাকয়ে আশ।'
ভগবদ্ভক্তগণের নিকট বাস ও প্রকৃত ভক্তগণের সেবা ব্যতীত মুক্তপুরুষগণের অন্য কোন আশা-ভরসা নাই। সম্প্রতি শ্রীগৌড়ীয়মঠের সেবকগণ এই কথা সুষ্ঠুভাবে বুঝিতে পারিয়াছেন বলিয়া তাঁহারা মঠ-মন্দিরাদিতে হরি-গুরু-বৈষ্ণবের সহিত বাস করিতেছেন।