অবধূত-নিত্যানন্দের আচার-প্রচারে কাহারো সুখ, কাহারো অবিশ্বাস—
অলঙ্কার মালায় পূর্ণিত কলেবর। কর্পূর-তাম্বুল শোভে সুরঙ্গ অধর।
সুরঙ্গ—হিঙ্গুলবর্ণ, উত্তম রক্তবর্ণ।