ভাগবতের দশম-স্কন্ধোক্ত দেবকীর গর্ভজাত ষট্-পুত্রের বিনাশ ও দণ্ডপ্রাপ্তি; ব্রহ্মার বাহ্য-দুরাচার-দর্শনে তৎপ্রতি কটাক্ষের দৃষ্টান্তই প্রমাণ—
মহান্তের আচরণে হাসিলে যে হয়। চিত্ত দিয়া শুন ভাগবতে যেই কয়।