গর্হিতো করয়ে যদি মহাঅধিকারী।
নিন্দার কি দায়, তাঁরে হাসিলেই মরি।
মহাভাগবত অধিকারী নিম্নাধিকারীর গহণযোগ্য নহেন। যে ব্যক্তি মহাভাগবতের কার্যে উপহাসাদি করে, তাহার সর্বনাশ অবশ্যম্ভাবী। বৈষ্ণবগুরুর নিকট শ্রীমদ্ভাগবত শ্রবণ করিলে এই সকল কথা সুষ্ঠুভাবে পরিজ্ঞাত হওয়া যায়।
তথ্য। সাধূনাং সমচিত্তানামুপহাসং করোতি যঃ। দেবোবাপ্যথবা মর্ত্যঃ স বিজ্ঞেয়াঽধমাধমঃ।। (স্কান্দে মহেশ্বর খণ্ডে ১৭/১০৬)।