অকৃত্রিম মহতের বাহ্য-দুরাচার-দর্শনে আধ্যক্ষিক-বিচারে কটাক্ষ বিনাশের হেতু—
এতেকে যে না জানিঞা নিন্দে’ তান কর্ম।
নিজ-দোষে সে-ই দুঃখ পায় জন্ম জন্ম।
অনুবাদ। হে রাজন্ , অগ্নি সর্বভুক্ হইয়াও যেরূপ দোষভাক্ হ’ন না, সমর্থবান্ তেজস্বী পুরুষদিগেরও সেইরূপ ধর্ম মর্যাদালঙ্ন ও স্ত্রী-সন্দর্শনাদি দৃষ্ট হইলেও উহা দোষণীয় নহে।