(ভাঃ ১০/৩৩/২৯-৩০)
ধর্মব্যতিক্ৰমো দৃষ্ট ঈশ্বরাণাঞ্চ সাহস।।
তেজীয়সাং ন দোষায় বহ্নেঃ সর্বভুজো যথা।
অনুবাদ। ঈশ্বর ব্যতীত এইরূপ আচরণ কেহ কখন মনের দ্বারা ও করিবেন না। রুদ্রভিন্ন অন্য কেহ সমুদ্রোত্থ-বিষ পান করিলে যেমন বিনাশ প্রাপ্ত হ’ন, মূঢ়তাপ্রযুক্ত যদি কেহ ঈশ্বরলীলার অনুকরণ করে, সেও তদ্রপ বিনষ্ট হইবে।