পরমার্থে কৃষ্ণচন্দ্র তাহান শরীরে।
নিশ্চয় জানিহ বিপ্র, সর্বদা বিহরে।
শ্রীনিত্যানন্দ প্রভু সর্বক্ষণ অনুকূল-কৃষ্ণানুশীলনে সংরত; সুতরাং কৃষ্ণ তাঁহাতে অধিষ্ঠিত হইয়া যে সকল ক্রিয়াকলাপ করেন, তাহা কর্মফলবাধ্য জীবের আচরণের ন্যায় বিচারাধীন করা কর্তব্য নহে।