দণ্ড ছাড়ি' লৌহদণ্ড ধরেন বা কেনে।
শূদ্রের আশ্রমে সে থাকেন সর্বক্ষণে।
কৌতূলাক্রান্ত আপাতদৃষ্টিসম্পন্ন বিপ্র শ্রীগৌরসুন্দরকে নিত্যানন্দের ক্রিয়াকলাপ-সম্বন্ধে আলোচনা করিয়া বলিতে লাগিলেন যে, ‘সন্ন্যাসীর কর্তব্য দণ্ডধারণ; উহা না করিয়া শ্রীনিত্যানন্দ প্রভু লৌহদণ্ড ধারণ করিয়াছেন এবং অদর্শনীয় অস্পৃশ্যশূদ্রের সঙ্গ পরিত্যাগ না করিয়া তাহাদের সহিত অনেক সময় যাপন করিয়া থাকেন।’ এই সকল শাস্ত্রবিরুদ্ধ আচার তাঁহাতে পরিদৃষ্ট হওয়ায় শ্রীনিত্যানন্দের প্রতি তাঁহার শ্রদ্ধার অভাব আছে, তজ্জন্য তিনি সন্দেহযুক্ত হইয়াছেন।