নিত্যানন্দ-নিন্দকের প্রতি নিত্যানন্দ-ভৃত্যের অহৈতুক কৃপা —
এত পরিহারেও যে পাপী নিন্দা করে।
তবে লাথি মারোঁ তার শিরের উপরে।
তথ্য। ন সহন্তে সতাং নিন্দামপি সর্বসহিষ্ণবঃ। কাময়ন্তে ন কিমপি সদা দাস্যাভিলাষিণঃ।। (হরিভক্তিকল্পলতিকা ২/৪৬) ভবদ্দাস্যে কামঃ ক্রুধপি তব নিন্দাকৃতিজনেত্বদুচ্ছিষ্টে লোভো যদি ভবতি মোহো ভবতি চ। তদীয়ত্বে মানস্তব চরণপাথোজমধুনা মনশ্চেদম্মাভির্নিয়তষড়মিত্রৈরপি জিতম্।। (হরিভক্তিকল্পলতিকা—৩।১৫)।