বিপ্রকে নবদ্বীপে গমনপূর্বক এই সকল উপদেশ সকলের নিকট কীর্তনার্থ আদেশ-দ্বারা প্রভুর লোক-সমূহকে নিত্যানন্দ চরণে মহাপরাধ হইতে রক্ষা —
চল বিপ্র, তুমি শীঘ্র নবদ্বীপে যাও। এই কথা কহি’ তুমি সবারে বুঝাও।