বিষ্ণুর উচ্ছিষ্ট স্তন-পানে উক্ত ছয়পুত্রের দিব্য-জ্ঞানোদয়—
ঈশ্বরের অবশেষ-স্তন করি পান।
সেইক্ষণে সবার হইল দিব্যজ্ঞান।
যদিও কৃষ্ণের আবির্ভাবের পূর্বে দেবকীর স্তনপান অধিকার লাভে বঞ্চিত হইয়াছিলেন, তথাপি এক্ষণে কৃষ্ণ যে স্তন পান করিয়াছেন, সেই স্তনপানহেতু কৃষ্ণোচ্ছিষ্ট সেবনফলে ব্রহ্মার তনয়গণ দিব্যজ্ঞান লাভ করিলেন। তখনই তাঁহারা ভগবৎপ্রপন্ন হইলেন। বৈষ্ণবগুরুকে উপহাস করায় তাঁহাদের যে দুর্গতি-লাভ হইয়াছিল, ভগবদুচ্ছিষ্টপানফলে তাঁহারা সেই দুর্গতি হইতে মুক্ত হইলেন। আপাতদর্শনে যে দুরাচার দৃষ্ট হয়, উহার তাৎপর্য অবগত না হইলে ভগবদ্ভক্তের চরণে অপরাধী হইতে হয়। আপাত-দর্শনের অমঙ্গলসমূহের কি উদ্দেশ্য তাহা জানিলে ঐরূপ অপরাধের যোগ্যতা অপসারিত হইয়া জীব বৈষ্ণব-সেবায় অধিকার লাভ করেন।