পরমেশ্বরীদাস —
পুরন্দরপণ্ডিত পরমেশ্বরীদাস। যাঁহার বিগ্রহে গৌরচন্দ্রের প্রকাশ।
তড়া-আঁটপুর-গ্রামে পরমেশ্বরীদাসের সেবিত শ্রীগৌরবিগ্রহে শ্ৰীমন্মহাপ্রভু প্রকাশিত হইয়াছেন। তিনি শ্রীগৌরসুন্দরের শ্রীমূর্তি পূজা আরম্ভ করিয়াছিলেন।