কৃষ্ণ-কার্যে আছেন শ্রীরাঘবপণ্ডিত।
সম্মুখে শ্রীগৌরচন্দ্র হইলা বিদিত।
অনেক কর্মী মনে করেন যে, তাঁহাদের ফলান্বেষণমূলক কার্যে ব্যাপৃত থাকার ন্যায় শুদ্ধ ভগবদ্ভক্তগণও ফলভোগকামী। কিন্তু ভগবদ্ভক্তের কৃষ্ণকাৰ্যব্যতীত অন্য কোন কৃত্য নাই। কৃষ্ণকার্ষকেই ভক্তি’ বলে। কর্তা কর্তৃত্বাভিমানে যে কার্য করেন, তিনিই উহার ফল ভোগ করেন। পরন্তু বৈষ্ণব কৃষ্ণ-সেবা নোদ্দেশে যে কার্য করেন, সেই কৃষ্ণকাৰ্যই ‘ভক্তি’। কর্ম ও ভক্তি পরস্পর বিভিন্ন ও পরস্পর বহু দূরে অবস্থিত।