শ্রীবাস-গৃহ হইতে প্রভুর পাণিহাটি রাঘবপণ্ডিতের গৃহেপদাপর্ণ ও প্রভু-ভৃত্যের মিলন-প্রসঙ্গ—
কতদিন থাকি' প্রভু শ্রীবাসের ঘরে। তবে গেলা পানিহাটি—রাঘব-মন্দিরে।