নিত্যানন্দস্বরূপের নিষেধ লাগিয়া।
পূর্ব-নাম না লিখিল বিদিত করিয়া।
শ্রীনিত্যানন্দের পার্ষদ-সঙ্গিগণ কৃষ্ণলীলা-কালে যে-সকল নামে পরিচিত, শ্রীনিত্যানন্দ স্বীয় ভক্তগণকে বর্তমান-কালে তাহা সর্বসাধারণ্যে আলোচনা করিতে নিষেধ করিয়াছিলেন। কিন্তু ভক্তগোষ্ঠীতে গৌরলীলায় শ্রীনিত্যানন্দপার্ষদগণ কৃষ্ণলীলায় যে যে অভিধানে অভিহিত হইতেন, তাহা শ্রীকবিকর্ণপূর-লিখিত ‘গৌরগণোদ্দেশদীপিকা’ নামক গ্রন্থে ভক্তগোষ্ঠীর জন্য উল্লিখিত আছে।