যাঁ’র যাঁ’র সঙ্গে নিত্যানন্দের বিহার। সবে নন্দ-গোষ্ঠী গোপ-গোপী-অবতার।
শ্রীনিত্যানন্দের সঙ্গিগণ— কৃষ্ণলীলায় গোপগোপী এবং নন্দের পরিবারবর্গ।