ঘরে বসিয়া থাকিলেও শরণাগত-দ্বারে সকল সম্ভারের স্বতঃই আগমন—
সুখে শ্রীনিবাস, তুমি বসি’ থাক ঘরে। আপনি আসিবে সব তোমার দুয়ারে।