মাটিতে পতিত ব্যক্তিকে পৃথিবী অধিক নীচে পড়িতে দেন না, সহায় হইয়া রক্ষা করেন।।৬২৭।।
আপাত দুঃখ বা অভাব দেখিয়া ভগবানের প্রতি ক্ষুব্ধ বা ক্রুদ্ধ হইলে ক্ষুব্ধ বা ক্রুদ্ধ ব্যক্তিগণের অপরাধই সঞ্চিত হয়। কোন প্রকার কষ্ট বা অভাবের হস্তে পতিত হইবার পর তাহারা বুঝিতে পারে যে, তুমিই একমাত্র ত্রাণকর্তা