যে জন আছাড় প্রভু, পৃথিবীতে খায়। পুনশ্চ পৃথিবী তা'রে হয়েন সহায়।
মাটিতে পতিত ব্যক্তিকে পৃথিবী অধিক নীচে পড়িতে দেন না, সহায় হইয়া রক্ষা করেন।