দস্যুসেনাপতির নিত্যানন্দ-চরণে শরণগ্রহণ; অশোক অভয়-অমৃতের আধার নিতাই-পাদপদ্ম—
এত ভাবি’ দ্বিজ নিত্যানন্দের চরণ। চিন্তিয়া একান্তভাবে লইল শরণ।