শ্রীচৈতন্যের দাসের স্মরণকারি-ব্যক্তিকেও শ্রীচৈতন্য পোষণ ও পালন করেন—
যে মোহার দাসেরেও করয়ে স্মরণ।
তাহারেও করোঁ মুঞি পোষণ-পালন।
আমাকে যিনি স্মরণ করেন, আমি তাঁহার মঙ্গল বিধান করি; আমার দাসকেও যিনি স্মরণ করেন, তাঁহাকেও আমি পোষণ ও পালন করি। আমার ভক্তের ভক্তই আমার অত্যন্ত প্রিয়।