নিত্যানন্দ-অংশাংশ শেষের আলোড়নে ভূমিকম্প—
যাঁ’র অংশ নড়িতে ভুবন-কম্প হয়।
হেন প্রভু নিত্যানন্দ, কা’রে তা’ন ভয়।
বিশ্বজগৎ ধ্বংস করিতে যে নিত্যানন্দ প্রভুর অংশ-কলা গুণাবতাররূপি-রুদ্রই সমর্থ হন, সকলগণ-সহ গণপতি যাঁহার কৈস্কৰ্য্য করিতে সর্বদা ব্যস্ত, যাঁহার আংশ পৃথিবীর ধারক শ্রীঅনন্ত একটু চঞ্চল হইলেই চতুর্দশ ভুবন কম্পিত হয়, সেই নিত্যানন্দ প্রভু অপরের নিকট হইতে কিরূপে ভীত হইবেন ?৫৯৫-৫৯৬।। তথ্য। যস্যাংশাংশাংশভাগেন বিশ্বোৎপত্তিলয়োদয়াঃ।
ভবন্তি কিল বিশ্বাত্মংস্তং ত্বাদ্যাহং গতিং গতা।। (ভাঃ ১০/৮৫/ ৩১)।