নিত্যানন্দদাসের স্মরণে অবিদ্যা-খণ্ডন —
অবিদ্যা খণ্ডয়ে যাঁ’র দাসের স্মরণে।
সে প্রভুরে বিঘ্ন করিবেক কোন্ জনে।
যে শ্রীনিত্যানন্দের অনুগত ভৃত্যের কথা কোন ব্যক্তির স্মৃতিপথে উদিত হইলে তাহার কোন প্রকার ভগবদ্বৈমুখ্যরূপ অবিদ্যার কার্য সংরক্ষিত হইতে পারে না, তাহার সকল দুর্বুদ্ধি ধ্বংসপ্রাপ্ত হয়, সেই ভগবদ্ভৃত্যগণের প্রভু শ্রীনিত্যানন্দের বিঘ্ন সাধনে কেহই সমর্থ হয় না।