হেন নিত্যানন্দ প্রভু বিহরে আপনে।
তাহানে করিতে বিঘ্ন পারে কোন্ জনে।
মৎসরস্বভাব জনগণ সাধুগণের সদুদ্দেশ্যের ব্যাঘাত করে। তাহারা দুঃস্বভাববশে জগতের সকল প্রকার উপকারের বাধা দেয়। শ্রীনিত্যানন্দ ককৃষ্ণসেবা-কামী হইয়া যে সকল চেষ্টা করেন, তাহাতে কোন মৎসরস্বভাব ব্যক্তি বিঘ্ন উৎপাদন করিতে সমর্থ হইবে না।