শরণাগত-সেবককে অর্থের জন্য অন্যের মুখাপেক্ষী হইতে হয় না—
যেই মোরে চিন্তে’, নাহি যায় কারো দ্বারে। আপনে আসিয়া সর্বসিদ্ধি মিলে তারে।