সসম্ভ্রমে অস্ত্রশস্ত্র গুপ্তস্থানে রাখিয়া গঙ্গাস্নানে গমন—
আস্তে ব্যস্তে ঢাল খাঁড়া ফেলাইয়া বনে। সত্বরে চলিলা সব দস্যু গঙ্গা-স্নানে।