কদাচিৎ লক্ষ্মীর ভিক্ষা সম্ভব হইলেওএকান্ত শরণাগত শ্রীবাসের
অর্থাভাব সম্ভব নহে—
যদি কদাচিৎ বা লক্ষ্মীও ভিক্ষা করে।
তথাপিত দারিদ্র্য নহিব তোর ঘরে।
অনন্তশক্তি সর্বসমৃদ্ধির মূলাশ্রয় লক্ষ্মীদেবীরও যদি কোন দিন অভাব ঘটে, তথাপি একান্ত ভক্তশ্রেষ্ঠ শ্রীবাস পণ্ডিতের কোন দিন দারিদ্র্য-দোষ ঘটিবে না।