‘আরে ভাই, সবে আর কেনে দুঃখ পাই। চণ্ডী-মা’য়ে নিধি মিলাইলা এক ঠাঞি।
আমাদের ভোগবাসনা পরিতৃপ্ত করিতে শ্রীচণ্ডীমাতাই একমাত্র আশ্রয়। তিনি দয়া করিয়া আমাদের দস্যুবৃত্তির উপাদান সংগ্রহ করিয়া দিয়াছেন।