নবদ্বীপস্থ জনৈক দস্যুদলপতি ব্রাহ্মণপুত্রের আখ্যান—
নবদ্বীপে বৈসে এক ব্রাহ্মণ-কুমার। তাহার সমান চোর দস্যু নাহি আর।